সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩.৩৯°সে
সর্বশেষ:
সিরিয়ায় সুন্নীদের বিজয়: নেপথ্যের নায়ক হযরত ওমরের বংশধর জোলানি থার্টি ফার্স্ট নাইট নিয়ে যে সিদ্ধান্ত জানাল সরকার অস্কার তারকাদের সঙ্গে মেহজাবীন সিরিয়ায় ইরানি দূতাবাসে বিদ্রোহীদের হামলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে শুকরানা স্বরূপ সিজদায় অবনত টাইগার যুবারা পরীক্ষা হলে ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা কুমিল্লায় বিল থেকে দুই যুবকের লাশ উদ্ধার পর্যটনকেন্দ্রে মদ খেয়ে বিএনপির ৪ নেতার তাণ্ডব, বার বন্ধ রাজস্থলীতে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুবক – ১ মুড়ি ভেজে সাড়া ফেলেছেন এ্যানী বেঙ্গল টাইম টিভিতে সংবাদ প্রকাশের পর গাইবান্ধায় কাঠ কয়লার কারখানায় প্রশাসনের অভিযান গাইবান্ধায় শেষ হলো ৩ দিনব্যাপী জেলা ইজতেমা

মিন্নির প্রেমের টানে নীলফামারীতে চীনা নাগরিক

নীলফামারী প্রতিনিধি:
প্রেমের টানে নীলফামারীতে ছুটে এলেন চীনা যুবক লীন ঝানরুই (৫০)। এখানে এসে ইসলাম ধর্মগ্রহণের পর প্রেমিকা মিন্নি আকতার মিথুনের (২০) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

প্রেমিক লীন ঝানরুই চীনের গুয়ানডং শহরের চিশুয়ী টাউনের লীন সিংকের ছেলে। মিন্নি আকতার মিথুন নীলফামারীর সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা একেএম মোস্তাফিজুর রহমানের মেয়ে।

গত মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরা ইপিজেডের টিএইচটি-স্পেস ইলেকট্রিক্যাল কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন চীনা নাগরিক লীন ঝানরুই। একই কোম্পানিতে চাকরিরত ছিলেন মিন্নি। গত ২০২২ সালের আগস্ট মাসে সৈয়দপুর শহরের একটি কমিউনিটি সেন্টারের এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে পরিচয় ঘটে লীন ঝানরুই ও মিন্নির। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম।

এর মধ্যে লীন ঝানরুইকে তার কোম্পানি বিশেষ কারণ দেখিয়ে নিজ দেশে পাঠিয়ে দেয়। কিন্তু প্রেমিকার টানে গত ঈদুল আজহার দুদিন আগে লীন ছুটে আসেন সৈয়দপুরে। তার পর গত ১৮ জুলাই লীন আদালতের মাধ্যমে ইসলাম ধর্মগ্রহণ করে মোহাম্মদ লাবীব নাম ধারণ করেন। ওই দিনেই শহরের অভিজাত একটি হোটেলে ১৫ লাখ ৫০ হাজার ৫০১ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন লাবীব ও মিন্নি।

এদিকে মিন্নির সহকর্মীরা জানান, তারা একই প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং মোটরসাইকেলে প্রকাশ্যে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। বিয়ের আগেই এ কারণে চাকরিচ্যুত হন। চাকরি হারিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

এ বিষয়ে মিন্নি আকতার মিথুন বলেন, আমার প্রেমের টানেই সে চীন থেকে বাংলাদেশে এসেছে এবং মুসলিম শরিয়া মোতাবেক বিবাহসম্পন্ন হয়েছে। চাকরি বড় বিষয় নয়, দুজনেই নিজের পায়ে দাঁড়িয়ে সংসার গড়তে চাই। লাবীব যদি তার দেশে নিয়ে যেতে চায়, তা হলে অবশ্যই চলে যাব। বয়সের পার্থক্য প্রেমে কোনো বাধা নয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

থার্টি ফার্স্ট নাইট নিয়ে যে সিদ্ধান্ত জানাল সরকার
পরীক্ষা হলে ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা
কুমিল্লায় বিল থেকে দুই যুবকের লাশ উদ্ধার
পর্যটনকেন্দ্রে মদ খেয়ে বিএনপির ৪ নেতার তাণ্ডব, বার বন্ধ
রাজস্থলীতে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুবক – ১
মুড়ি ভেজে সাড়া ফেলেছেন এ্যানী

আরও খবর