লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর উপজেলা,ও সুনামগঞ্জ সদর উপজেলা শিল্প কলা একাডেমির আয়োজনে সোমবার ১২ জুন বিকালে জেলা শিল্প কলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে মরমী কবি হাসন রাজার মৃত্যু শত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার সালমা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত সোম মানস, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সামছুল আবেদীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় সমন্বয়ক কেন্দ্রীয় কমিটি, সামসুল আলম সেলিম, জেলা শিশু বিষয়ক অফিসার বাদল চন্দ্র বর্মন, জেলা শিল্প কলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু। প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সদর উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ্র। পরে অতিথি গণ গান,নৃত্য পরিবেশন কারী পুরষ্কার প্রাপ্ত দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।