বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৭.০৫°সে

ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধা হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, সোহাগ, রুবেল, সেলিম ও মো. ইদ্রিছ। আর মোফাজ্জল হোসেন ও দুলাল উদ্দিন নামে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৪ জুলাই রাতে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৫) মাছের ফিসারিতে রাত্রি যাপনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন ভোরে ফিসারিতে পানিতে গলা কাটা লাশ ভাসতে দেখা যায়। এ ঘটনায় ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চট্টগ্রামে চোরাই কৃত ৮ মোটরসাইকেলসহ গ্রেফতার-১১
এবার দুদকের মামলায় ড. ইউনূসসহ ১৩ জনকে তলব
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
প্রস্তুত বঙ্গবন্ধু টানেল, ২৮ অক্টোবর উদ্বোধন
কুমিল্লার চান্দিনায় ব্যবসায়ি বন্ধুকে কুপিয়ে হত্যা
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আরও খবর