মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২০.৭৬°সে
সর্বশেষ:
রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়ন বিএনপি’র বিশাল এক কর্মী সভা অনুষ্ঠিত দৌলতদিয়া বাস টার্মিনালে পরিবহন সেক্টরের শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষণা অনুষ্ঠিত অলস পড়ে আছে ২০০ কোটি টাকায় নির্মিত গাইবান্ধার বালাশী ফেরীঘাট টার্মিনাল লেবানন থেকে রাতে দেশে ফিরছেন ১৯৯ প্রবাসী ইউরোপে অবৈধ অভিবাসীদের বৈধতা ও জিএসপি নীতির সংশোধন চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু সুইং স্টেটগুলোতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে কমলা: জরিপ নোয়াখালীর সেনবাগে সম্পূর্ণ রঙিন সাজে শুভ উদ্বোধন উপজেলা প্রেসক্লাব কে এই দবির উদ্দিন? নিজেকে অধ্যক্ষ হিসেবে জাহির করে নেমেছেন এমপিও বাণিজ্যে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো জলবায়ু সহনশীলতার গল্প, আলোকচিত্র প্রদর্শনী মার্কিন নির্বাচনে আবারও লড়ছেন ৬ বাংলাদেশি আমেরিকান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কখন জানা যাবে দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল?
/

ভোট কেন্দ্রের ভেতরে বাইরে স্থাপন হচ্ছে দুই হাজার সিসি ক্যামেরা

ইমরান মোল্লা,খুলনা:

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। শেষ সময়ের প্রচার-প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নগরীর বেশির ভাগ ওয়ার্ডে। নির্বাচন নির্বিঘেœ সময় করতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ইতোমধ্যে ৫ হাজার ৪৮৫ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
ভোটগ্রহণ কার্যক্রম মনিটর্রিং করতে প্রতিটি ভোট কেন্দ্র এবং বুথের সামনে স্থাপন করা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ৩১টি ওয়ার্ডে স্থাপন করা প্রায় দুই হাজার ক্যামেরার মাধ্যমে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি মনিটর্রিং করবে সিইসিসহ অন্য কমিশনাররা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, কেসিসিতে এ বছর ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। ভোটগ্রহণ কার্যক্রম সহজ করতে এসব কেন্দ্রে ১ হাজর ৭৩২টি বুথ স্থাপন করা হবে। ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৮৯ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৭৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩ হাজার ৪৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।
কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, এবারের নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ২৮৯টি। প্রতিটি ভোট কেন্দ্রের সামনে একটি করে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে। এছাড়া ১ হাজার ৭৩২টি ভোট কক্ষের প্রতিটিতে একটি করে ক্যামেরা স্থাপন করা হচ্ছে। রোববার তিনি এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা সরেজমিনে ভোট কেন্দ্রগুলো ঘুরে কোথায় ক্যামেরা স্থাপন করা হবে তা সংশ্লিষ্টদের দেখিয়ে দেন। ইতোমধ্যে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, ইতোমধ্যে ইভিএম মেশিন খুলনায় এসেছে। ইভিএম মেশিনসহ ভোট গ্রহণের সরঞ্জাম আগামী ১১ জুন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে ভোট কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। ১২ জুন ভোটগ্রহণ শেষে রাতে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে ফলাফল ঘোষণা করা হবে।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়ন বিএনপি’র বিশাল এক কর্মী সভা অনুষ্ঠিত
দৌলতদিয়া বাস টার্মিনালে পরিবহন সেক্টরের শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষণা অনুষ্ঠিত
অলস পড়ে আছে ২০০ কোটি টাকায় নির্মিত গাইবান্ধার বালাশী ফেরীঘাট টার্মিনাল
লেবানন থেকে রাতে দেশে ফিরছেন ১৯৯ প্রবাসী
ইউরোপে অবৈধ অভিবাসীদের বৈধতা ও জিএসপি নীতির সংশোধন চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু

আরও খবর