
স্টাফ রিপোর্টার:
ভূমির মামলা আদালতে চলমান অবস্থায় কুমিল্লার নূরপুর গুদিরপুকুরপাড়ে প্রভাবশালী একটি পক্ষ আবুল কালাম আজাদের পৈতৃক সম্পত্তি দখল করে ইমারত নির্মানের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা আদর্শ সদর কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড উত্তর নূরপুর গুদিরপুকুরপাড়ে। ভূক্তভোগী পরিবার হচ্ছেন উত্তর নূরপুর মৃত মনিরুল ইসলাম সর্দারে ছেলে মোঃ আবুল কালাম আজাদ (সর্দার) এর পরিবার। এ বিষয়ে অসহায় মোঃ আবুল কালাম আজাদ (সর্দার) কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগে জানা যায়, মোঃ আবুল কালাম আজাদ (সর্দার) পেশায় একজন চাকুরীজীবি। তপসিলোক্ত ভূমি ওয়ারীশ সূত্রে প্রাপ্ত মালিক হয়ে ভোগ দখলে বিদ্যামান আছে। বিগত দিনে আমার বিশেষ প্রয়োজনে আমার প্রাপ্ত অংশ ২১ শতক জায়গা থেকে ৬ শতক জায়গা বিক্রি করি, উক্ত জায়গার খরিদ দাতা আমার জায়গা খরিদ করে, আমাকে না জানিয়ে বর্ণিত বিবাদীদের নিকট নাকি বিক্রি করিয়াছে বলিয়া জানায়। উক্ত সম্পত্তি নিয়ে ছালেহ আহম্মেদ, পিতা-মোঃ তাজুল ইসলাম বিবাদীদের সাথে আমার বিরোধ সৃষ্টি হওয়ায় আমি কুমিল্লার যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানী প্রিয়েমশান সুট নং-৪১৮/২০২৪ইং মোকদ্দমা দায়ের করি। উক্ত মোকদ্দমা চলমান আছে। মাহাবুবুর রহমান তিনি দুবাই প্রবাসী তিনি দেশে এসে ভাড়াকৃত লোকজন দিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়া আসচ্ছে। এমতাবস্থায় গত ১ নভেম্বরবেলা অনুমান সাড়ে ১২টায় সময় বর্ণিত ঘটনাস্থলে বেআইনী ভাবে অজ্ঞাতনামা ২০/২৫ জন লেঅক দিয়ে তাহাদের হাতে থাকা দাঁ, ছেনি, লাঠি সোটা নিয়া আমার বাড়ির পিছনে খালি জায়গায় এসে বেআইনীভাবে ঘর নির্মাণ করার উদ্দেশ্যে উক্ত জায়গা থেকে কয়েকটি গাছ কেটে ফেলে। এদিকে মোঃ আবুল কালাম আজাদ (সর্দার)
আমি অজ্ঞাতনামা বিবাদীদেরকে উক্ত জায়গার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে বলিলে বিবাদীরা আমাদের উপর ক্ষিপ্ত হয় আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। বিবাদীরা আমাদের জায়গা থেকে আমাদেরকে বেদখল করার উদ্দেশ্যে বে-আইনীভাবে গাছ কাটিয়া তাহাদের দখলে নিয়া যাওয়ার চেষ্টা করে ইট বালু সিমেন্ট আনিয়া ঘড় নির্মানের প্রস্তুতি নিয়াছে। অজ্ঞাতনামা বিবাদীরা আমাকে প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি ধমকি দেয় যে, তাহারা মামলার তোয়াক্কা না করিয়া তাহারা জোর পূর্বক ঘর নির্মাণ করিবে। আমি বাঁধা দিলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধরসহ খুন জখম করিবে। বিবাদীদের এহেন অপরাধ মূলক আচরন ও হুমকি ধমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভূগিতেছি আমি আশংকা করিতেছি যে, ছালেহ আহম্মেদ পিতা-মোঃ তাজুল ইসলাম সাং-ভাটরা, পোঃ রোশনাবাদ, উপজেলা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা। মোঃ ছাদেকুল ইসলাম, পিতা-মোঃ তাজুল ইসলাম সাং-ভাটরা, পোঃ রোশনাবাদ, উপজেলা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা। মাহবুবুর রহমান, পিতা-মোঃ তাজুল ইসলাম সাং-ভাটরা, পোঃ রোশনাবাদ, উপজেলা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।বিবাদীদের নির্দেশে তাহাদের ভাড়াকৃত লোকজন যে কোন সময় আমাদের উপর হামলা বা অঘটন ঘটাইতে পারেন। আমরা আমাদের জায়গার পাশে আমার দায়েরকৃত মামলা চলমান থাকা অবস্থায় ঘর নির্মাণ করিতে গেলে আমি বাঁধা দিলে ঘটনাস্থলে দাঙ্গা, হাঙ্গামা বা ঝগড়া ফ্যাসাদ ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকা রহিয়াছে। বিবাদীদের নির্মাণ কাজ বন্ধ রাখা প্রয়োজন আর না হয় আমার অপুরনীয় ক্ষতি হইতে পারে।