সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২২.০৯°সে

ভূমধ্যসাগরে ৬৮ জনকে উদ্ধার করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক:
ভূমধ্যসাগরে রাতের বেলা ভাসতে থাকা একটি নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও মালবাহী জাহাজ।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তাদের উদ্ধারের এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকোভ প্রথম ‘ইয়ট ধরনের জলযান’ আভালন থেকে থেকে দেওয়া বিপদ সঙ্কেত পায়। গোর্শকোভ ও মালবাহী জাহাজ পিজমা সফল উদ্ধার অভিযান চালায় এবং গ্রিস ও জার্মানির পতাকাবাহী জলযানটির যাত্রীদের চিকিৎসা সহায়তা দেয়, এরপর তাদের কলিমনোস দ্বীপের উপকূলে গ্রিসের কোস্টগার্ডের জাহাজে তুলে দেয়।

তবে ওই বিবৃতিতে যাত্রীদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা তারা কোনো দেশের নাগরিক তা জানানো হয়নি।

রয়টার্স জানিয়েছে, অ্যাডমিরাল গোর্শকোভ রাশিয়ার নেতৃত্বস্থানীয় যুদ্ধজাহাজগুলোর অন্যতম এবং আগে এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও মোতায়েনে ব্যবহৃত হয়েছে।

এ ঘটনার সময় জাহাজটি কী ধরনের অস্ত্র বহন করছিল তা পরিষ্কার হয়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধা, আহত অন্তত ২০
জর্ডানের নতুন প্রধানমন্ত্রী জাফর হাসান
৫ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয়?
নিউইয়র্কে ইউনূস-শাহবাজের মধ্যে বৈঠক হতে পারে
ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪

আরও খবর