শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৯.৫°সে
সর্বশেষ:
রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল রমজানে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন এরশাদ কারওয়ানবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমজানের প্রথম দিন কাটালেন এরদোগান ধামরাইয়ে চেয়ারম্যানের নির্দেশে কেটে ফেলা হচ্ছে শতবর্ষী বটগাছ ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত জাহাজের ক্ষতিপূরণ ২৩৬ কোটি পেল বাংলাদেশ রেকর্ড গড়া জয়ে সিরিজ বাংলাদেশের ৭ জেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে: পুতিন বাংলাদেশের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম-মনোরঞ্জন শীল গোপাল এমপি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বললেন বাইডেন

ভারতের ওডিশার তিন জেলায় স্বর্ণখনির সন্ধান

অনলাইন ডেস্ক:
ভারতের ওডিশা রাজ্যের তিন জেলায় পৃথক ৯ স্থানে স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। জেলা তিনটি হলো দেওগড়, কেওনঝাড় ও ময়ূরভঞ্জ। জি নিউজের খবর।

গত ২৭ ফেব্রুয়ারি রাজ্য সরকারের এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়। একাধিক স্বর্ণখনি পাওয়ার এ ঘোষণা ওইসব জেলার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিষয়টি নিয়ে জানতে বিধানসভায় লিখিত প্রশ্ন করেন বিধায়ক সুধীর কুমার। তাঁর প্রশ্নের জবাবে রাজ্যের ইস্পাত ও খনিবিষয়ক মন্ত্রী প্রফুল্ল মল্লিক বলেন, ভারতের খনি ও ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসআই) গবেষণায় দেওগড়, কেওনঝাড় ও ময়ূরভঞ্জ জেলায় স্বর্ণখনি পাওয়া গেছে।

প্রফুল্ল মল্লিক জানান, ওই গবেষণায় কেওনঝাড়ের দিমিরিমুন্ডা, কুশকলা, গোটিপুর ও গোপুর এলাকা, ময়ূরভঞ্জের জোশীপুর, সুরিয়াগুদা, রুয়ানশিলা ও ধুশুড়া হিল এবং দেওগড়ের আদাস এলাকায় স্বর্ণখনি পাওয়া যায়। তিনি বলেন, এ আবিষ্কার ওডিশার জনমনে নতুন আশার সঞ্চার করেছে।

এর আগে গত শতকের আশির দশকে কেওনঝাড়ে স্বর্ণখনির সন্ধানে প্রথম জরিপ চালায় ভারতের ভূ–তাত্ত্বিক জরিপ সংস্থা। সেবার জরিপ চালানো হয় জেলার তিন গ্রামে। ওই জরিপের ফলাফল কী ছিল সে সম্পর্কে আর কিছু জানানো হয়নি।

এরপর ২০২১ ও ২০২২ সালে কেওনঝাড়ের এসব এলাকায় আরও একটি জরিপ ও গবেষণা চালানো হয়। এ জরিপ চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় সবচেয়ে আধুনিক প্রযুক্তি। গত দুবছরে চালানো এ জরিপ নিয়েও খনি ও ভূ–তাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিশ্চুপ ছিল। অবশেষে ঘোষণা এল, সেখানে স্বর্ণখনি আছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল
রমজানে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন এরশাদ
কারওয়ানবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত জাহাজের ক্ষতিপূরণ ২৩৬ কোটি পেল বাংলাদেশ
বিমানকে হজ ফ্লাইটের ভাড়া কমাতে বলেছে ধর্ম মন্ত্রণালয়
বিশ্বব্যাপী ব্যাংকের শেয়ারে দরপতন

আরও খবর


close