অনলাইন ডেস্ক:
নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতের তিন পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের ওই তিন পুলিশ কনস্টেবল গানের তালে তালে গাড়ির মধ্যে পুলিশের পোশাক পরেই নাচছিলেন। এ সময় তাদের সিটবেল্ট কিংবা মাস্ক পরতেও দেখা যায়নি।
ওই গাড়িতে চারজন পুলিশ সদস্য ছিলেন। পুলিশ কর্মীদের মধ্যে তিনজনের নাম জগদীশ সোলাঙ্কি, হরেশ চৌধুরী এবং রাজা হীরাগর। তারা গান্ধীধাম থানায় সংযুক্ত বলে এনডিটিভি জানিয়েছে।