স্পোর্টস ডেস্ক :
শনিবার লিগ ওয়ানের ফাইনালে স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে দলীয় অনুশীলনের সময়ে কিলিয়ান এমবাপ্পের নেওয়া বুলেট গতির শট গ্যালারিতে থাকা এক নারীর মুখে লেগে নাক ফেটে যায়।
অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য সেই নারীর কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে।
এরপর ওই নারীকে ডাগআউটে এনে প্রাথমিক শুশ্রূষা দেন পিএসজির চিকিৎসকরা। এমবাপ্পে অনুশীলন থামিয়ে সেই নারীর কাছে গিয়ে ক্ষমা চান।
এর আগে কাতার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের ম্যাচের আগে অনুশীলনের সময় এমবাপ্পের শটে ছিটকে যান এক ভক্ত।
শনিবার এই অঘটনের রাতে শিরোপা উল্লাসে মেতেছে পিএসজি। স্ত্রাসবুর্গের মাঠে ১-১ গোলে ড্র করে পিএসজি। শিরোপা জয়ের জন্য একটি পয়েন্টই যথেষ্ট ছিল তাদের।