1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
বেঙ্গল টাইম টিভিতে সংবাদ প্রকাশের পর গাইবান্ধায় কাঠ কয়লার কারখানায় প্রশাসনের অভিযান - Voice of New Jersey

বেঙ্গল টাইম টিভিতে সংবাদ প্রকাশের পর গাইবান্ধায় কাঠ কয়লার কারখানায় প্রশাসনের অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮ বার দেখা হয়েছে

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
বেঙ্গল টাইম টিভিতে সংবাদ প্রকাশের পর গাইবান্ধার সাঘাটায় কাঠ কয়লার অবৈধ কারখানায় প্রশাসন এর অভিযান। গুড়িয়ে দেয়া হলো বিভিন্ন কারখানার ৪১টি চুল্লী। স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্থানীয় জনগণ।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়াসহ বিভিন্ন এলাকায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গড়ে তোলেন কাঠ কয়লার কারখানা। এই সব কারখানার নেই কোন সরকারি অনুমোদন, নেই পরিবেশের ছাড়পত্র। এর পরও অর্থের দাপটে আইনকে গাইন বানিয়ে চালানো হচ্ছিল এসব কারখানা। এর কালো ধোঁয়া আর পোড়া মাটির গন্ধে দুষিত হচ্ছিল পরিবেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছিল গাছপালাসহ কৃষিজমির ফসল।সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী
জানান, কামালের পাড়া ইউনিয়নের বাঙালি নদীর ধারে চুকুলী ও বাঙ্গাবাড়ী গ্রামের স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে ।

উক্ত কয়লার কারখানার উৎপন্ন ধোয়ার কারণে বসবাসরত বাসিন্দাদের সর্দি-কাশি-ব্রংকাইটিসসহ নানা রোগ ব্যাধি দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। গৃহপালিত পশুপাখি মারা যাচ্ছে।

ফায়ার সার্ভিস, সাঘাটা থানার পুলিশ ও ছাত্র সমন্বয়কদের সহযোগিতায় এবং স্থানীয় জনতার উপস্থিতিতে ৪১ টি কাঠ পুড়িয়ে কয়লার তৈরির চুল্লী ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT