সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩.১১°সে
সর্বশেষ:

বুধবার আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘খানুন’

অনলাইন ডেস্ক:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় খানুন। ইতোমধ্যেই দেশটির জনগণকে সতর্ক করেছে আবহাওয়া কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, আগামীকাল বুধবার (০৯ আগস্ট) ঘূর্ণিঝড়টি কিউশু অঞ্চলের কাছে পৌঁছাবে।

আবহাওয়া সংস্থার কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড়টি কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা দ্বীপের উপর দিয়ে ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি হতে পারে বলে মনে করছে কর্মকর্তারা।

এদিকে জাপানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে ইতোমধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত কিউশুর দক্ষিণাঞ্চল এবং আমামি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রেকর্ড-ব্রেকিং বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া কর্মকর্তারা ঝড়ের প্রভাবে তীব্র বাতাস, ভূমিধস, বন্যা ও নিচু এলাকায় অবস্থানরত মানুষকে উচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও জনগণকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

সূত্র: এনএইচকে

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪
চীনে ৭০ বছর পর শক্তিশালী টাইফুনের আঘাত
আবারও ট্রাম্পকে লক্ষ্য করে গুলি
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) আজ
ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা, গ্রেফতার ৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার

আরও খবর