অনলাইন ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেনকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্টলেডি জিল বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে পররাষ্ট্রমন্ত্রী, তার স্ত্রী ও পরিবারের প্রতি এ শুভেচ্ছা জানানো হয়।শুভেচ্ছাবার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়।এর আগে গেল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও তার পতœীকে নববর্ষের শুভেচ্ছা জানান।