অনলাইন ডেস্ক :ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ১২ দিন বিরতির পর নতুন করে এই হামলা চালানো হলো। তবে অধিকাংশ হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন।
বার্তা সংস্থা রয়টার্স রোববার এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সাংবাদিকরা ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এতে মনে হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার ধরন কিংবা এর বিস্তৃতি নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলায় ব্যবহৃত বেশিরভাগ ড্রোন ভূপাতিত করেছে।
জেনারেল সের্হেই পপকো নামের এই কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেছেন, রাজধানী কিয়েভের ওপর আরেকটি হামলা হয়েছে। তবে এই মুহূর্তে আমাদের কাছে হতাহতের সংখ্যা কিংবা সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য নেই।
কিয়েভের সামরিক প্রশাসনের এই প্রধান বলেন, স্থানীয় সময় রাত ২টার পর থেকে প্রায় ১ ঘণ্টা ধরে কিয়েভ, মধ্য ও পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চলে উড়োজাহাজ হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
প্রসঙ্গত, সম্প্রতি রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ দেশটির সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে। পরে বেলারুশের মধস্থতায় পিছু হটে আধাসামরিক বাহিনীটি। চলমান ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে যুদ্ধ করছিল ওয়াগনার। ওই ঘটনার পর এটাই সবচেয়ে বড় হামলার রাশিয়ার।