1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, একসঙ্গে ৩ ভাইয়ের মৃত্যু - Voice of New Jersey

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, একসঙ্গে ৩ ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:বরগুনার পাথরঘাটায় ঢাকাগামী রাজীব পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন ভাই নিহত হয়েছেন।আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা পিরোজপুরের মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT