সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১.২৯°সে

বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঢাকা থেকে আসা একটি বাসের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বালুবাহী ট্রাক ড্রাইভার পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন (৩৫) এবং বাসের যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি তাওহীদুল ইসলাম তাওহীদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী ‘মা’ এন্টারপ্রাইজ নামে একটি ঢাকার কোচ দিনাজপুরে দিকে আসছিল। অপরদিকে একই সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে চড়ারহাট এলাকায় কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চালক ও এক শিশু নিহত হয়। এ সময় ৯ জন কোচ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধা, আহত অন্তত ২০
জর্ডানের নতুন প্রধানমন্ত্রী জাফর হাসান
৫ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয়?
নিউইয়র্কে ইউনূস-শাহবাজের মধ্যে বৈঠক হতে পারে
ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪

আরও খবর