চাইথোযাইমং মারমা স্টাফ রিপোর্টার:
রাঙ্গামাটি জেলা রাজস্থলী বাঙ্গালহালিয়াতে যুবলীগ ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার ১১ তারিখ সকাল ১০ টায় বর্নাঢ্য র্যালী ইউনিযন পরিষদ প্রাঙ্গণ হতে শুরু করে বাজার প্রদক্ষিণ মধ্যে দিয়ে যুবলীগের নেতাদের সাদা টি সার্ট গ্যাঞ্জি পড়ুয়া র্যালী বের হয় এবং বাজারে মাঝখানে সভা মঞ্চে শেষ হয়।
এসময় প্রধান অতিথি সহ-সভাপতি পুলক বড়ুয়া বিশেষ অতিথি আদোমং মারমা ইউ পি চেয়ারম্যান, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার,,উপজেলা যুবলীগ সম্পাদক সুইচাপ্র মারমা যুবলীগ ইউপি শাখা ভা: সভাপতি থোয়াইসুইমং মেম্বার সাধারণ সম্পাদক মংউচিং মারমা জেলা সাংগঠনিক সম্পাদক থুইসিংমং মারমা ।
সঞ্চলনায় ছিলেন যুবলীগ ইউপি শাখা সম্পাদক অংসুইনু মারমা। সভাপতিত্ব করেন মাসুম সর্দার সহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক নয়ন চৌধুরী, সহ সভাপতি মো: ফোরকান, সুমন বড়ুয়া রানা চোধুরী বিকাশ দে, অজয় দে ও তৃনমূল পর্যায় নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্য রাখেন, আজকের সারাদেশের একসাথে বাংলাদেশ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা পালিত হয়। জামাত বিএনপি দেশকে অরাজক অশান্তি সৃষ্টি নিরহ সাধারণ জনগণদেরকে পেট্রোল বোমা দিয়ে মরেছে এবং বিভিন্ন অফিস গাড়ি ভাঙচুর আগুন পুড়ানো এর বিরুদ্ধের বাংলাদেশ সাধারণ লোকরা মেনে নেয়না এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগনের সেবক সকলের জনপ্রিয় নেতা দীপঙ্কর তালুকদার এমপি সকল নেতাদেরকে এক যোগে কাধকাধ মিলে জামাত বিএনপি রাজাকার বিরুদ্ধের প্রতিরোধের রাজ পথে যুবলীগসহ আওযামীগের অংগসংগঠনের নেতারা সোচ্চার প্রস্তুত থাকার জন্য আহবান জানান। এদেশের রাজাকার আলবদল বিএনপি জামাত স্থান ঠাই নাই, যেকোন সময় বোকাবেলায় করতে হবে। এরা সরকারের স্মাট বাংলাদেশ উন্নয়ন কাজ বাধা সৃষ্টি করতে চাই। শেষান্তের আজকে ৫১তম যুবলীগ প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। জয় বাংলা জয় বঙ্গবন্ধু মেহনতি মানুষ চিরজীবি হোক।