কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের সাবেক উপ-ব্যবস্থাপক (ডিজিএম) এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ওই কর্মকর্তা এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের সাবেক উপ-ব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল হাই ভূঁইয়া (৬২) এবং তার স্ত্রী মিসেস আঞ্জুমান আরা বেগমকে (৫৬) আসামি করা হয়েছে। তারা বরুড়া উপজেলার আমড়াতলী বড় ভাতুয়া এলাকার বাসিন্দা।
দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে ওই দম্পতির নামে এক কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। এসব সম্পদ উপার্জনের যথাযথ হিসাব দিতে পারেনি ওই দম্পতি। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে দায়িত্ব পালনরত অবস্থায় তারা এসব অর্থ আত্মসাৎ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই দম্পতির বিরুদ্ধে দুদকের পূর্ণাঙ্গ অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানা গেছে।