সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১.৩৬°সে

বাইডেনের নামে মামলা, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:
মিডিয়ায় বাহবা পাওয়া জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান বৈঠক করেন।

সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, মার্কিন ভিসানীতি প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন তিন বাংলাদেশি। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। এটা ওনাদের জিজ্ঞেস করেন। এটা হয়তো মিডিয়ায় বাহবা পাওয়া জন্য কেউ করেছেন। মূল উদ্দেশ্য কী আমি জানি না, আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই।’
মামলার বাদীরা আওয়ামী লীগ করেন জানালে ড. মোমেন বলেন, ‘তারা সত্যি সত্যি আওয়ামী লীগ, নাকি নিজে নিজে আওয়ামী লীগ? ইদানীং আওয়ামী লীগ সরকারে থাকায় বহু লোক যারা আগে জামায়াত করত, যারা আগে উল্টা দল করত, তারা এখন নিজেদের আওয়ামী লীগের লোক বলে বেড়ায়। আর হয়তো আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে ছবি তুলে ফেলেছে, ছবি দেখিয়ে বলবে আমি আওয়ামী লীগ। এগুলো কিছু স্বার্থান্বেষী লোক, সুবিধাবাধী লোক করে।’

তিনি বলেন, ‘আমাদের সুবিধাবাধী লোকের কোনো অভাব নেই। ঈদের সময়ে আমার সঙ্গে অনেকে ছবি তুলেছেন। এদের সবাই তো আওয়ামী লীগ না। হয়তো এদের অনেকে ছবি তুলে বলবে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ছবি আছে।’

অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠক হয়েছে। তারা রোহিঙ্গা গণহত্যার বিচারে লজিস্টিক সাপোর্ট চেয়েছেন। আমরা বলেছি, সেটা দেব।’

উল্লেখ্য, বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ড. রাব্বী আলম। এতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও তার দপ্তরকেও বিবাদী করা হয়েছে বলে তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন।

তবে রাব্বী আলম মামলা করেছেন না কি মামলার আবেদন করেছেন, এখন পর্যন্ত এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া কী অভিযোগে মামলা করা হয়েছে, তাও পরিষ্কার করেননি বাদী। এই মামলার আবেদনে রাব্বীর সঙ্গে বাদী হিসেবে আরও আছেন রিজভী আলম ও শেরে আলম রাসু নামে সাবেক দুই প্রবাসী ছাত্রলীগ নেতা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধা, আহত অন্তত ২০
জর্ডানের নতুন প্রধানমন্ত্রী জাফর হাসান
৫ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয়?
নিউইয়র্কে ইউনূস-শাহবাজের মধ্যে বৈঠক হতে পারে
ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪

আরও খবর