জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ে (জবি) সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠান শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।
শুক্রবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ২১৫ নাম্বার রুমে সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।
কর্মশালায় সংবাদের উপাদান ও পারিপার্শ্বিকতা বিষয়ে কথা বলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, মোবাইল জার্নালিজম ও পারিপার্শ্বিকতা নিয়ে আলোচনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্যাম্পাস সাংবাদিকতায় চলতে ফিরতে শেখা নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমরান আহমেদ অপু।
প্রশিক্ষণ কর্মশালাটি জবি প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বিডি নিউজটোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, কর্মশালাটিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
Basic training workshop on journalism was held at JOB
JOB Representative:
Basic training workshop on journalism has been held at Jagannath University (JU). The workshop was organized by the University Press Club and a certificate was awarded at the end of the ceremony.
On Friday (June 24), the new academic building of the university started at 10 am in room 215 and ended at 4 pm.
Quddus Afrad, former president of Dhaka Journalists Union, Jubayer Rahman Chowdhury, welfare secretary of Dhaka Journalists Union and Imran Ahmed Apu, former president of University Press Club discussed about mobile journalism and its surroundings.
The training workshop was chaired by JOB Press Club President Mostakim Farooqi and conducted by General Secretary Arman Hasan.
It is to be noted that more than a hundred students of the university spontaneously participated in the workshop.