কুবি প্রতিনিধি:
দীর্ঘ অপেক্ষার পর উন্নতমানের পরিচয়পত্র পাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বর্তমানে যে পরিচয়পত্র ব্যাবহার করছে তা কাগজের আইডি কার্ড যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিলো নানা অসন্তোষ এবং আক্ষেপ। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উন্নতমানের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উন্নতমানের পরিচয়পত্রের জন্য বিশ্ববিদ্যালয় থেকে একটি কমিটি গঠন করা হছে। সেই কমিটির আওতায় শিক্ষার্থীদের উন্নতমানের পরিচয়পত্র প্রদানের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। ১৫ জুন পর্যন্ত উন্নতমানের আইডি কার্ডের জন্য ১৫০ টাকা দিয়ে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
এই কমিটির প্রধান ট্রেজারার ড. মোহাম্মদ আসাদুজ্জামান এই বিষয়ে বলেন, শিক্ষার্থীরা মনে করেছে তাদের উন্নতমানের আইডি কার্ডের দরকার। সেই জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীদের হাতে উন্নত মানের আইডি কার্ড পৌছে দেওয়া যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদার সাথে যায়।
কমিটির সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হক এই প্রসঙ্গে বলেন, আমরা যতদ্রুত সম্ভব শিক্ষার্থীদের হাতে যেন উন্নতমানের আইডিকার্ড পৌঁছাতে পারি তার জন্য চেষ্টা করছি। এবং যারা আইডি কার্ড নিতে চায় তারা যার যার হল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেন আবেদন করে।