লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
১৭ মে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করার লক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৫ মে রবিবার বিকাল ৫ টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের রমিজ বিপনীস্হ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ সদর ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ মে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গল কাটা বাজারে অসহায় ও দুঃস্থ দের মাঝে খাদ্য বিতরণ , ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে সকাল সাড়ে-১১ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হবে। ঐদিন বাদ আছর শেখ হাসিনার সূস্হতা ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।