অনলাইন ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও করার সময় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে চট্টগ্রাম অঞ্চল হাইওয়ে পুলিশের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আব্দুল্লাহ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঁচ পুলিশ বরখাস্ত করে কুমিল্লা হাইওয়ে অঞ্চলে সংযুক্ত করেছে।
বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন কুমিরা হাইওয়ে থানার সীতাকুণ্ড-টেরিয়াল পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক মাসুদ রানা এবং ৪ কনস্টেবল লোকমান হোসেন, আমান, করিম ও জহির।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালকদের কাছ থেকে ঘুষ নিচ্ছিল হাইওয়ে পুলিশের কয়েকজন সদস্য। স্থানীয় দুই সাংবাদিক ঘটনাটি পর্যবেক্ষণ করেন এবং তাদের মুঠোফোনে এর ভিডিওধারণ করেন। বিষয়টি বুঝতে পেরে পুলিশ সদস্যরা ওই সাংবাদিকদের হয়রানি করে এবং ছবি তোলা বন্ধ করতে বাধ্য করে।
Journalist assaulted for making video of taking bribe, 5 policemen fired
Online Desk:
Five Chittagong Area Highway Police personnel have been suspended for allegedly assaulting two journalists while filming a police bribe on the Dhaka-Chittagong highway.
Kumira Highway Police Officer in Charge (OC) on Thursday. Abdullah confirmed the information. OC Abdullah said the higher authorities had dismissed five policemen and attached them to the Comilla highway area.
The dismissed policemen are Assistant Town Sub-Inspector Masud Rana of Sitakunda-Terial Police Outpost of Kumira Highway Police Station and four constables Lokman Hossain, Aman, Karim and Zaheer.
According to police sources, some members of the highway police were taking bribes from drivers on the Dhaka-Chittagong highway last Tuesday. Two local journalists watched the incident and videotaped it on their mobile phones. Upon realizing the matter, the police members harassed the journalists and forced them to stop taking pictures.