আল আমিন মিলন , আত্রাই, প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি মাঠে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কেরামত আলী, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, মো. শাহিনুল ইসলামসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ ও উপকারভোগী কৃষকরা।
উদ্বোধনী দিনে কাশিয়াবাড়ি গ্রামের ৫০ একর (১৫০ বিঘা) জমিতে চাষ করা বোরো কাটা হয়। #