হায়দার আলী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম:
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি সিএন্ডবি মাঠ সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের তারাখেয়ে আসা ধানবোঝাই চাঁদের গাড়ির চাঁপায় ঘটনা স্থলে ২ জন ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- নিশা মনি (১৮) ও মিশু আকতার (১৬)। নিহতদের নিশা মনি ও মিশু আকতার ২ জনেই ফটিকছড়ির পাইন্দং হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
নিহতদের মধ্যে নিশা মনি হলেন- ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের মোহাম্মদ লোকমানের মেয়ে ও মিশু আকতার হলেন- একই এলাকার আবুল বশরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ” আজ (৯ ফেব্রুয়ারি) বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাইন্দং পেলা গাজী দীঘির পাশে রাইসমিলে ধান বহনকারী ১ টি চাঁদের গাড়িকে শহর থেকে আসা ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ছাত্রীদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।
এ ঘটনায় স্থানীয় জনগণ সড়কে গাছের গুঁড়ি ফেলিয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেন এবং ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেল ও চাঁদের গাড়িটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ” এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে চলেছে।
এরকম মর্মাতিক দূর্ঘটনায় নিহত ছাত্রীদের এলাকায় শোকের ছায়া নেমে আসে।