নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ শেষে ঢাকা যাওয়ার পথে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলামিন হক অহনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিমপাড় ব্রাক্ষ্মণখালী এলাকায় ঘটে এ ঘটনা। এদিকে থানায় মামলার রুজুর হবার আধা ঘণ্টার মধ্যে পুলিশ হামলার প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলার শিকার সাংবাদিক আলামীন হক অহন জানান, শনিবার বিকেলে রূপগঞ্জের পূর্বাচলে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ করে ঢাকা যমুনা টিভির অফিসে যাবার পথে কাঞ্চন সেতুর পশ্চিমপাড় ব্রাক্ষ্মণখালী এলাকা হঠাৎ একটি মোটরসাইকেল যমুনার টিভির একটি লুকিং গ্লাস ভেঙ্গে ফেলে। এসময় সাংবাদিক আলামীন হক অহন গাড়ি থেকে নেমে মোটরসাইকেলটির গতিরোধ করে গ্লাস ভাঙার কারণ জানতে চাওয়ামাত্র মোটরসাইকেলে থাকা আমির হোসেন বাবু তাকে মারধর শুরু করে।
পরে অহন নিজেকে রক্ষা করতে গাড়িতে উঠে পড়লে ফের বাবুসহ তার ৪/৫ জন সহযোগী তাকে মারধর করে। ইট দিয়ে আঘাত করে।
এসময় হামলা ঘটনাটি ভিডিও ধারণ করলে ক্যামেরাম্যান এহসান ও গাড়ি চালক রিয়াজ হোসেনকে মারধর করে। এ ঘটনায় রাত ১০টার দিকে আলামিন হক অহন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করার আধা ঘণ্টার মধ্যে পুলিশ স্থানীয় বাগবেড় এলাকা থেকে প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক। এ ঘটনায় মামলা রুজুর হবার আধা ঘণ্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।