অনলাইন ডেস্ক:
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে নিউইয়র্কে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে রবিবারও বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসের ভাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির আহ্বায়ক অলিউল্লাহ আতিকুর রহমান এবং পরিচালনা করেন সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদ।
এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শরাফত হোসেন বাবু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি ও বিএনপি নেতা জসীমউদ্দিন ভিপি।
নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ, শহিদুল ইসলাম শিকদার, বদরুল হক আযাদ, নীরা রাব্বানী, দেওয়ান কাউসার, মো আশরাফ হোসেন এবং মো আরিফুর রহমান, যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, মো মোতাহার হোসেন, গোলাম হোসেন, মাহবুবুর রহমান মুকুল, হাবিবুর রহমান, মো রইচ উদ্দিন, জিয়াউর রহমান মিলন, জিনাদ রেহেনা রিনা প্রমুখ।