বিনোদন ডেস্ক:
আজ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি মুক্তির দিন বাংলাদেশের দর্শকের জন্য শুভেচ্ছাবার্তা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান।
সিনেমাটি নিয়ে বাংলাদেশি ভক্তদের জন্য সালমান খান ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে লিখেছেন, ‘কিসিকা ভাই কিসি কি জান’ সিনেমাটি আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দর্শকরা প্রস্তুত হয়ে যান পুরোপুরি অ্যাকশননির্ভর এই সিনেমা দেখার জন্য। সিনেমায় একইসঙ্গে রয়েছে নানারকম বিনোদন।
সিনেমাটি দেশের স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান, পূজা হেগড়ে অভিনয় করেছেন। আরও আভিনয় করেছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পলক তিওয়ারিসহ অনেকে।