বরিশাল প্রতিনিধি:
বরিশাল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।
সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন তার মেজ ছেলে মঈন আবদুল্লাহ ও ছোট ছেলে আশিক আবদুল্লাহ, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ এবং উজিরপুরের পৌর মেয়র গিয়াস উদ্দিন মিয়াসহ অন্যরা।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের হাসানাত আবদুল্লাহ’র পক্ষে একমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। এ ছাড়া জেলার অপর পাঁচটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন।