প্রবাস ডেস্ক
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতি বছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। জার্মান বেসরকারি সংস্থার দুটি উদ্ধারকারী জাহাজ এক যৌথ অভিযানে মধ্য-ভূমধ্যসাগরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৯০ অভিবাসীকে উদ্ধার করেছে। প্রথম উদ্ধার হওয়া ৬৩ জন দেড়দিন প্রবল শৈত্যপ্রবাহের মাঝে রাবারের ডিঙি নৌকায় ভেসেছিলেন।
গত শনিবার রেগেুন্সবুর্গের এনজিও সি-আই এ কথা জানিয়েছে। সি-আই ৪ এবং ড্রেসডেনের মিশন লাইফলাইন সংগঠনের রাইজ অ্যাবভের ক্রুরা এই উদ্ধার অভিযান চালিয়েছে।
তাদের প্রতিবেদন অনুযায়ী, যৌথ অভিযানে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক। তাদের সবাইকে সি-আই উদ্ধার করে। পরে রাইজ অ্যাবভের ক্রুরা ২৭ জন সিরীয় অভিবাসীকে উদ্ধার করে।