বিশেষ প্রতিনিধি:
যুক্তরাষ্ট্র নিউজার্সি প্যাটারসনে কমিউনিটি পুলিশিং ডিভিশন আয়োজিত “উইমেন অফ উইজডম” শীর্ষক দুই দিন ব্যাপী নারী সম্মেলন শেষ হয়েছে। গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর (শনিবার ও বরিবার) প্যাটারসনে জন অফ ক্যানেডী হাই স্কুলে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত শীর্ষক দুই দিন ব্যাপী নারী সম্মেলন চলে। অনুষ্ঠানকে ঘিরে ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বাংলাদেশের প্রখ্যাত জননন্দিত কন্ঠশিল্পী রিজিয়া পারভীন অংশগ্রহন করেন।
এদিকে কমিউনিটি পুলিশিং ডিভিশন আয়োজিত “উইমেন অফ উইজডম” শীর্ষক দুই দিন ব্যাপী নারী সম্মেলনে নারী উদ্যোতাকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহন করেন মমতাজ আলী,হাসিনা পাঠান,মাহবুবা উদ্দিন,সারিন তসলিমা আহমেদ,ডাঃ সুবর্ণা খান,ডাঃ রেহানা রব ডিএনপি।
এ সম্মলনকে ঘিরে দুই দিন ব্যাপী অনুষ্ঠানে ছিল কাপড়,জুয়েলারী সহ বিভিন্ন ধরনের স্টলের মেলা।