অনলাইন ডেস্ক:
সংবাদকর্মীরা হচ্ছেন সমাজের দর্পণ। তারা সমাজের নানা অসঙ্গতি, নানা সমস্যাগুলো তুলে আনেন সংবাদের মাধ্যমে। সেই সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রবাসের মাটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার (২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেল আমিরাতে অবস্থানরত সংবাদকর্মীদের মিলনমেলা। এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুবাই নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বছরের শুরুতে সংবাদকর্মীদের এমন আয়োজন প্রশংসনীয়। নতুন এ বছরে বিশ্বের সব প্রবাসীদের পাশাপাশি আমিরাতেও বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য দুইটি সুখবর দিয়েছেন। বছরের শুরুতে প্রবাসে তথা আমিরাতে ই-পাসপোর্টের কার্যক্রম চালু হয়েছে। প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য নতুন এ বছরে দুই পারসেন্ট প্রণোদনাটি বাড়িয়ে আড়াই (২.৫০) পারসেন্ট করেছেন।
অনুষ্ঠানে সংবাদকর্মীদের মধ্যে উপস্হিত ছিলেন- সিবলী আল সাদিক,সাইফুল ইসলাম তালুকদার, মাহাবুব হাসান হৃদয়, লুৎফর রহমান, নাসিম উদ্দিন আকাশ, শেখ ফয়সাল সিদ্দিকী ববি, এম এ মুছা, আবদুল মান্নান, তৃশা সেন, নিশাত জাহান চৌধুরী নিশু, লায়ন ওসমান চৌধুরী, আবদুল আলিম সাইফুল, মামুন মাহিন, সাইফুল ইসলাম সুমন, ইয়াসির আরাফাত, ওবায়দুল হক, খালেদ হাসান রনি, মোহাম্মদ সেলিম,মঈনুল ইসলাম শামীম, মোহাম্মদ শাহজাহান, গিয়াস উদ্দিন সিকদার, ইশতিয়াক আহমেদ মহিম, ইমতিয়াজ আহমেদ নাঈম, ফিরোজ খান, মোহাম্মদ ওবায়দুল হক মানিক, ইয়াসির আরাফাত, মো. শামসুর রহমান সোহেল, আমিনুল হক খোকন, জাবেদ আহমেদ, ইমরান হোসেন প্রমুখ।