
অনলাইন ডেস্ক:গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
আজ বুধবার সমাবেশ শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখান থেকে তারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন।
এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘আমরা এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছি। কার্যালয়ে এখানে পুলিশ সুপার নেই। কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পেট্টোল বোমা হামলা চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা।’