বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ০.২২°সে
সর্বশেষ:
নাফ নদী থেকে ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি কোর অব সিগন্যালস-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার কানের দুলের জন্য ১০ বছরের শিশুকে হত্যা সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র থেকে তরুণীর পলায়ন, নির্যাতনের অভিযোগ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ‘বিশাল সুযোগ’ পেতে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র বিজয় উৎসবে সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকার সংকল্প প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা সংস্কার এখন জরুরি : জেএসএফ মাদ্রাসাছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত অন্তত ৩৫ ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১১

পুতিন-জেলেনস্কিকে যে প্রস্তাব দিলেন এরদোগান

অনলাইন ডেস্ক :
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তাদের বাঁধ সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।

তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কয়েক দিন পরই পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এরদোগান।

দুই প্রতিবেশীর মধ্যে চলমান যুদ্ধের পরিস্থিতি যখন ক্রমবর্ধমান অবনতি হচ্ছে, তখন পুতিন ও জেলেনস্কির সঙ্গে পৃথক ফোনালাপ করেন তুর্কি নেতা। এ সময় তিনি ওই প্রস্তাব দেন।

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, তুরস্কের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার এরদোগান প্রথমে জেলেনস্কির সঙ্গে এবং তার পর পুতিনের সঙ্গে কথা বলেন।

খবরে বলা হয়েছে, সম্প্রতি কাখোভকা জলবিদ্যুৎ বাঁধ ধ্বংসের জন্য এক দেশ আরেক দেশকে দোষারোপ করছে। এ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বাঁধ ধ্বংসের ঘটনা তদন্তের জন্য রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি জাতিসংঘ এবং তুরস্কের বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের প্রস্তাব করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে কথোপকথনের পর তুর্কি প্রেসিডেন্সি থেকে জারি করা পৃথক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

ফোনালাপে এরদোগান তার সমকক্ষদের আরও বলেছেন, তুরস্ক এই লক্ষ্যে যা কিছু করা দরকার তা করতে প্রস্তুত আছে। এ প্রেক্ষাপটে যুদ্ধরত দুই দেশের মধ্যে সম্পাদিত শস্য চুক্তির কথা স্মরণ করিয়ে তুর্কি প্রেসিডেন্ট। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ওই চুক্তি সম্পাদিত হয়েছিল।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় আরও বলেছে, এরদোগান ইউক্রেন ও রাশিয়ান নেতাকে আলোচনায় ফিরে আসারও আহ্বান জানান। কারণ যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে আরও বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটবে। আঙ্কারা একটি ন্যায়সঙ্গত শান্তির জন্য তার প্রচেষ্টা অব্যাবহত রাখতে চায় বলেও জানান এরদোগান।

প্রসঙ্গত, ২০২২ সালের মাঝামাঝি শস্য চুক্তি হয়। এর পর থেকে ৩০ মিলিয়ন টনেরও বেশি ইউক্রেনীয় শস্য বিশ্ব বাজারে রপ্তানি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নাফ নদী থেকে ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কোর অব সিগন্যালস-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার
সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র থেকে তরুণীর পলায়ন, নির্যাতনের অভিযোগ
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ‘বিশাল সুযোগ’ পেতে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা
নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র বিজয় উৎসবে সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকার সংকল্প

আরও খবর