1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
পাহাড়ে বিভিন্ন সংগঠন পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৭তম বর্ষপূর্তি উদযাপন - Voice of New Jersey

পাহাড়ে বিভিন্ন সংগঠন পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৭তম বর্ষপূর্তি উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক. রাঙ্গামাটি  :
প্রধান আলোচক গৌতম চাকমা বলেন,ভারত মহাদেশ তিনশ্রেনী মানুষ, আরকান ও বার্মার বংশগত সাকুমার সুত্রে চাকমা সম্প্রদায় চাকমা রাজা ।১৮৬০ সালে বৃটিশ শাসন আমলে চাকমা বনে জঙ্গলে প্রবেশ করেছি, শান্তি চুক্তি পর অনেক উন্নয়ন হয়েছে পাহাড়ে। জাতিসংঘ ভারত নেপাল ও বাংলাদেশের জনগনকে দুইটি ভাগে করেছে ন্যাশনাল ও জনজাতি ।১৮৮১ সালে আলাদা শাসন ব্যবস্থা ও পুলিশ বাহিনী গঠন করার আইন হয়েছিল।

প্রধান আলোচক আরো বলেন, এখনো শোষন শাসন করেছে তা বৃট্টিশের করা আইন। ১৯৭৮ সালে পাহাড়ে পুর্ণবাসন জিয়াউর রহমান করে নাই,একজন সিনিয়র কর্মকর্তা। এরশাদের সরকার সময়ে অনেক আলোচনা হয়েছে,জোট সরকার আমলে কর্ণেল অলি আহম্মদসহ ১৩ বার মোট ২৬ বার শান্তি চুক্তির বৈঠক হয়েছে।

পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন চুক্তির আলোকে যথাথথ প্রয়োগ হচ্ছে না,প্রথম বিশ্বযুদ্ধ ২য় বিশ্ব যুদ্ধের সময় জায়গা দখল ৩য় বিশ্ব যুদ্ধ কি নিয়ে হবে । মুসলিমদের হযরত( সঃ) নবী ছিলেন আধ্যাত্মিক ও মহৎ গুনে ইসলাম প্রচার শাসন করে গেছেন। আমরা আঞ্চলিক পরিষদের আইন মেনে চলি এর বাইরে যেতে পারি না।
জেলা পরিষদে নবাগত চেয়ারম্যান কাজল তালুকদার বলেন,আমি জেলা পরিষদে গেইটে লিখে দিয়েছি , বৈষম্য ও দুর্নীতি মুক্ত গড়তে চাই। চেয়ারম্যান আরো বলেন,আমি ভারতের কিসিম , দার্জিলিং ও মিজুরাম গিয়েছি, সেখানে সব কিছু নিজস্ব আইনে শাসন ব্যবস্থা, ঐসব ডুকতে পাসপোর্ট জমা দিতে হয় ,হোটেলে উঠে দেখি দিল্লি ওয়ালা। ৯৯ বছর জন্য লিজ নিতে পারে বাইরে কোন লোক জমি ক্রয় করার বিধি নিষেধ আছে।

সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন খীসা শ্রী সাথোয়ই প্রু মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন,শ্রী কৃঞ্চ চাকমা ট্রাস্কফোর্স নির্বাহী কর্মকর্তা এ্যাডভোকেট ভবতোষ চাকমা,,হাবিব আজম জেলা পরিষদ সদস্য প্রমুখ।
শ্রী মাধবীলতা চাকমা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্যা ও সাবেক মহিলা সমিতির সভাপতি। নারী সমাজকে শাসন ও শোষণ মুক্ত সমাজ করা ,এবং নারীদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে শিক্ষা, রাজনীতি ,সাংস্কৃতি সামাজিক অর্থনৈতিক সুযোগ দিতে হবে।

এই দিকে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলনে বলেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক পূর্বক পার্বত্য চুক্তি পুনঃমূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন।সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে শহরের একটি রেস্তুোরায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি শাব্বির আহম্মদ, সাধরন সম্পাদক সোলামান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক,পৌর কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম প্রমুখ।লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি শাব্বির আহম্মদ।

তিনি উল্লেখ করেন, পার্বত্য চুক্তির ২৭ বছরে চরটি সন্ত্রাসী গ্রুপের কারনে পাহাড়ে চাদাবাজি ও তাদের নিজের মধ্যে সংর্ঘষের কারনে আশান্তিতে পাহাড়ের মানুষ। ভূমি ব্যবস্থাপনার কারনে বাঙালিরা বাস্তুচ্যুত হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে, প্রধান উপদেষ্টার কাছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাংলাদেশের পবিত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙালিদের মধ্যে বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়। একই সাথে চুক্তির পুনঃমূল্যায়ন, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার আপসার, পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রত্যাহারকৃত নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানানো হয়।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT