খুলনা প্রতিনিধি:
নাম তার আশরাফ আলী মোল্লা। খুলনা সিটি করপোরেশনের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার দুটি হাত নেই। তাই পায়ের আঙুলের ছাপ দিয়েই ভোটার হয়েছিলেন তিনি।
সোমবার সকালে পায়ের আঙুলের ছাপেই নিজের ভোট দেন আশরাফ আলী মোল্লা। ৫১ নম্বর গোয়াল পাড়া কমিউনিটি সেন্টার কেন্দ্রে তিনি তার ভোট দেন। নিজের হাত না থাকায় ছেলের সহযোগিতায় ভোটদান কার্যক্রম সম্পন্ন করেন আশরাফ আলী।
ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন আশরাফ আলী মোল্লা। এ সময় তিনি জানান, পায়ের আঙুলের ছাপ দিয়ে ভোটার হয়েছিলাম। ভোটও সেভাবেই দিলাম।