লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি গ্রুপ।
আজ রোববার দুপুর ২ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইমন দোজার সমর্থকরা বিক্ষোভ ও সমাবেশ করে।
আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, দালালী না রাজ পথ, রাজ পথ রাজ পথ, স্বৈরাচের দিন শেষ, এক হয়েছে বাংলাদেশ ইত্যাদ শ্লোগানে মুখরিত হয় শহীদ মিনার প্রাঙ্গন।
শ্লোগান শেষে সমাবেশে বক্তব্য রাখেন,জিহান জোবায়ের, শবনম দোজা জ্যোতি, উম্মে সুমাইয়া তাবাচ্ছুম মুনা, গত ৪ আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে আহত জহুর আলী প্রমুখ।
এদিকে বিকাল ৩ টায় সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপরাংশের পক্ষ থেকেও শহরের বক পয়েন্টে একটি সভা ও বিক্ষোভ মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন শরীফ, সায়মন, নেহাল প্রমূখ।