শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৬.৯৩°সে
সর্বশেষ:
সংসদ নির্বাচনে অংশ নিতে ২৭১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল গাজায় ইসরায়েল ফের হামলা শুরু করায় যা বলল ইরান ষষ্ঠ ও অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল ২০ দিন বিয়ে করলেন ‘কাভি খুশি কাভি গাম’ ছবির সেই ছোট্ট পূজা শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করল ঝালকাঠি জেলা বিএনপি হাজারও যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ‘কক্সবাজার এক্সপ্রেস’ গোয়েন্দা উপগ্রহ ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার কবলে উত্তর কোরিয়া দুবাইতে কপ-২৮ সম্মেলন শুরু বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ২৭৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বাংলাদেশী কমিউনিটির সাথে মতবিনিময়।।মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদের বাসায় মেয়র এরিক এডামস নিউইয়র্কে মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন সংবর্ধিত নিউইয়র্কে ৫১ হাজার ড্রাইভারের লাইসেন্স স্থগিতের শঙ্কা

ন্যাটোর শীর্ষ সম্মেলন:গুরুত্ব পাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সামরিক সহায়তা জোরদার

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন গতকাল মঙ্গলবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে শুরু হয়েছে। দুই দিনের এই সম্মেলনে গুরুত্ব পাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সামরিক সহায়তা জোরদার ও দেশটিকে ন্যাটোর সদস্যপদ প্রদান।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ন্যাটোর এই সম্মেলন থেকে যদি ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা না হয়, সেটা হবে ‘অযৌক্তিক’। সম্মেলনে যোগ দিতে ভিলনিয়াসের উদ্দেশে রওনা হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। সদস্যপদের বিষয়ে ন্যাটো মিত্রদের পক্ষ থেকে দুর্বল বক্তব্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অচিরেই ন্যাটোর সদস্য হওয়ার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট দপ্তরের কৌশলগত যোগাযোগসংক্রান্ত জাতীয় নিরাপত্তা পর্ষদের সমন্বয়ক জন কিরবির বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

জন কিরবি বলেন, ‘আমরা মনে করি ন্যাটোতেই ইউক্রেনের ভবিষ্যৎ। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এ বিষয়ে জোটের সদস্যরা ২০০৮ সালেই একমত হয়েছেন। এখন দেশটির কিছু সংস্কারের প্রয়োজন হবে—সুশাসন, আইনের শাসন ও রাজনৈতিক সংস্কার। এসব বিষয়ে ইউক্রেনকে কাজ করতে হবে।’

হোয়াইট হাউসের কর্মকর্তা জন কিরবি আরও বলেন, ‘আমরা জানি, আপনি যখন যুদ্ধের মধ্যে থাকবেন, এ ধরনের কিছু সংস্কারের বিষয়ে কাজ করাটা কঠিন। তারা এখন যুদ্ধের মধ্যে আছে। তাই অদূর ভবিষ্যতে তাদের ন্যাটোর সদস্য হওয়ার সম্ভাবনা কম। কারণ, এটি ন্যাটোকে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে পারে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সংসদ নির্বাচনে অংশ নিতে ২৭১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
গাজায় ইসরায়েল ফের হামলা শুরু করায় যা বলল ইরান
ষষ্ঠ ও অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল ২০ দিন
শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করল ঝালকাঠি জেলা বিএনপি
হাজারও যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ‘কক্সবাজার এক্সপ্রেস’
গোয়েন্দা উপগ্রহ ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার কবলে উত্তর কোরিয়া

আরও খবর