অনলাইন ডেস্ক :
ন্যাটোভুক্ত দেশগুলো যদি ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখে, তা হলে পরিস্থিতি ‘গুরুতর বিপদের’ দিকে যাবে। ন্যাটোর চেয়ে আমাদের কাছে বেশি অস্ত্র মজুদ রয়েছে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার সেন্টপিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।
পুতিন বলেন, কৌশলগত পারমাণবিক অস্ত্র বেলারুশে স্থানান্তর করা হয়েছে। সোভিয়েত ইউনিয়ন পতনের এই প্রথম রাশিয়ার পারমাণবিক অস্ত্র দেশের সীমার বাইরে স্থানান্তর করা হলো।
রুশ প্রেসিডেন্ট বলেন, চলতি গ্রীষ্মের মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রতিস্থাপনের কাজ শেষ হবে।
এর জবাবে মার্কিন পরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে- এমন কোনো আলামত দৃশ্যমান হয়নি।