অনলাইন ডেস্ক:
নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার এডমিরাল এম নাজমুল হাসানকে নিয়োগ করা হয়েছে।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, রিয়ার এডমিরাল এম নাজমুল হাসানকে নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি আগামী ২৪ জুলাই ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।