আমেরিকা (
) থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা‘ভয়েস অব নিউ জার্সী’ এবং ‘ক্যাপিট্যাল পোস্ট ’কাগজের পত্রিকায় জন্য বাংলাদেশের বিভাগীয় শহর (খুলনা,পুরুষ ও মহিলা সংবাদদাতা★(প্রতিনিধি নিয়োগ চলছে)। যারা অনলাইন এবং প্রিন্ট্র মিডিয়া সংবাদ প্রকাশনার সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন। আগ্রহী দক্ষ সংবাদ প্রতিনিধিদের সিভি ই-মেইল মারফত আমাদের কাছে জমা দিতে হবে।
Email: editorvonj@gmail.com/newsvonj@gmail.com
আপনার সিভি জমা দেওয়ার পর “ভয়েস অব নিউ জার্সী এবং ক্যাপিট্যাল পোস্ট ’ এর সম্পাদক আপনাদের সিভি পর্যালোচনা করে ই-মেইল মারফত বা মোবাইল ফোনের মাধ্যমে “ভয়েস অব নিউ জার্সী এবং ক্যাপিট্যাল পোস্ট ’ এর সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে।
নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ-
১। আপনার সিভি ই-মেইল এর মাধ্যমে আমাদের কাছে জমা দিতে হবে।>Email:editorvonj@gmail.com/ newsvonj@gmail.com
২। পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই থাকতে হবে।
৩। মোবাইল নাম্বর থাকতে হবে।
৪। ব্লাড গ্রুপ থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
সংবাদ প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ঃ
১। কোন কপি রাইট সংবাদ প্রেরণ করা যাবে না।
২। প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি পাঠানোর চেষ্টা করতে হবে।
৩। নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রেরণ করতে হবে।
৪। সম্পর্ণ বাংলায় SutonnyMJ ফন্টে, কম্পিউটার টাইপকৃত ডকুমেন্ট অথবা সংবাদ প্রেরণ করতে হবে।
৫। প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বর তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
৬। কোন সংবাদ প্রেরণে দেরী করা যাবে না। রিপোর্ট তৈরি করার সাথে সাথেই প্রেরণ করতে হবে।
Editor Office: 17, Manchester Ave, Paterson.
New Jersey, Postcode: 07502, US – United States.
Email: editorvonj@gmail.com,newsvonj@gmail.com