নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ব্ঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর জীবনী’ ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে রাজুর বাজার নিজস্ব ভবনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সদর উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেই সঙ্গে বিদ্যালয়গুলোর শিক্ষক প্রতিনিধিরাও অংশ নেন।
বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বারটান নেত্রকোনা জেলার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোসা. আলতাফ উন নাহার এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুল হালিম। এতে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয়, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ও নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়।