নিউজার্সির প্রবাসী উজ্জ্বল আহমেদের হত্যাকাণ্ডে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্তে নেমেছে । আতংকিত হয়ে পড়েছে নিউজার্সির পেটাসনের বাংলাদেশী কমিউনিটির প্রবাসীরা।
উজ্জ্বল আহমেদের বড় ভাই মুক্তি আহমদ জানান পরিবারিক আলোচনা করে এবং আইনজীবীর পরামশ মোতাবক আইনি প্রক্রিয়া শুরু করবো। এধরনের মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটি তে আতংক বিরাজ করছে। বাংলাদেশী কমিউনিটির আনেকেই বলেন এটা যদি হাত কান্ড হয়ে থাকে তা হলে সত্যি আতংকিত হবার কারন।
এদিকে নিউজার্সির টটোয়া কবরস্থানে শনিবারই সকাল সাড়ে ১১টায় উজ্জ্বল আহমেদের জানাজা অনুষ্ঠানত হবে। পারিবারিক সূএ জানায়, শনিবার সকাল ৮টায় পরবারের কাছে লাশ হস্তান্তর করে পূলিশ। এবাপারে শুক্রবার পযন্ত পরিবারের পক্ষ থকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।
উল্লেখ্য, গত ১ মাচ পুলিশ যুক্তরাষ্ট্রের নিউজার্সির পেটারসন সিটির বাসিন্দা উজ্জল আহমদের মরদেহ উদ্ধার করে।