ভিওএনজে রিপোর্ট:।।আমেরিকান ওষুধ কোম্পানির মডার্নার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু । আমেরিকায় টিকাদান কর্মসূচির প্রথম ধাপেই নিউজার্সি স্টেট ডিপার্টমেন্টে অব হেলথের একজন স্বাস্থ্যকর্মী হিসাবে তিনি ভ্যাকসিনটি পেয়েছেন।
বিশ্বজিৎ দে বাবলু নিউজার্সি স্টেট ডিপার্টমেন্টে অব হেলথের একজন স্বাস্থ্যকর্মীর পাশাপাশি বাংলাদেশের ডিবিসি নিউজ টিভি ও দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্রতিনিধি। টিকা নেওয়ার পর কোনো শারীরিক অসুবিধা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি জানান, টিকা নেওয়ার পর তার এখন পর্যন্ত কোনো ধরনের শারীরিক সমস্যা হয়নি ।তিনি আরও বলেন তার কর্মস্থল কিংবা নিউজার্সির কোন হাসপাতালে করোনা টিকা নেওয়া কারও অসুস্থতার খবর এখনও পাননি। টিকা নেওয়ার দিনও আমি কাজ করেছি। সাহস করে এ রোগের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন।
বর্তমানে আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে, মানব জাতির একটি বেশ বড় অংশ করোনা ভাইরাসের টিকা নিতে দ্বিধাদ্বন্দে আছেন ।এবিষয়ে কথা বলতে গিয়ে নিউজার্সির এই সংবাদ ও স্বাস্থ্যকর্মী জানান আপনারা যারা এখনও দ্বিধাদ্বন্দে আছেন আপনাদেরকে বলছি যারা টিকা আবিষ্কার করেছেন তারা গবেষণা করেই তা বের করেছেন। তাই সচেতন হয়ে প্রত্যেকেরই করোনা টিকা নেওয়ার সুযোগ তৈরি হলে অবশ্যই তা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।