নিউজার্সি প্রতিবেদক:
আগামী ১৯ শে জুন রোববার সন্ধ্যা ৮টায় ৪৫ মিনিটে জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সির উদ্যোগে ৩৫১ ইউয়িন এভিনিউ(বেঙ্গল ইন্সুরেন্স) হলে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সির ইন্ক আহবায়ক হোসাইন পাঠান বাচ্চু জানান, আগামী ১৯ শে জুন রোববার সন্ধ্যা ৮টায় ৪৫ মিনিটে (বেঙ্গল ইন্সুরেন্স) হলে আমাদের বার্ষিক দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে এ দোয়া মাহফিলে জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সিও সকল সদস্যদের উপস্থিতি থাকার জন্য আহবান জানিয়েছেন।
এদিকে বার্ষিক মাহফিলে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সির ইন্ক যুগ্ম আহবায়ক আখলাকুর আম্বিয়া চৌধুরী,সদস্য সচিব আনোয়ার চৌধুরী(পারেক) যুগ্ম সদস্যসচিব মাহমুদুল হাসান মোর্শেদ,সদস্য আহমেদ(কবির),ফয়জুর রহমান(ফটিক),গোলাম রব্বানী চৌধুরী(শাহীন) ফারুক সিদ্দিকী,জামাল তালুকদার,নাজমুল আলম খান,জাকিরুল ইসলাম চৌধুরী(হিমেল)। প্রচারে মাশুক আহমেদ,সিইও,জালালাবাদ ট্রাভেলস্।