নিউজার্সি প্রতিবেদক:
বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজেশনের নিউজার্সির সদস্য ও প্যাটারসন প্রবাসী রতন সরকারের পিতা আমাদের শুভাকাঙ্ক্ষী শ্রী রসময় সরকারে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির কার্য নির্বাহী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। নিউজার্সি প্যাটারসন থেকে সংবাদ পত্রে প্রেরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক জ্ঞাপনকরীরা হলেন বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজেশনের সভাপতি বিশ্বজিৎ দে বাবলু,সহসভাপতি শক্তিপদ রায়, সহ সভাপতি প্রসূন কান্তি তালুকদার, সাধারণ সম্পাদক মিল্টন দাশ, যুগ্ন ও প্রচার সম্পাদক দ্বীপ্ত রায়, অর্থ সম্পাদক সঞ্জয় কান্ত দে, সাংগঠনিক সম্পাদক অরুন চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব সেন অপু, কার্য নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এডভোকেট দর্পন কান্তি দে, এভোকেট অশোক রঞ্জন দেব, দিবা দেব, নিবেদিতা মজুমদার, নৃপেন্দ্র কুমার পাল, বিশ্বজিৎ সাহা, দিবাকর দাশ, কল্লোল কুমার দেব, উপদেষ্টা পরিষদের সদস্য প্রণয় কুমার দেব অরুন, রতন চৌধুরী, সুধীর বিশ্বাস, রাখাল চন্দ্র নাথ,হরে কৃষ্ণ রায়, বনমালী দেবনাথ, সন্তোষ সেন।
বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজেশনের নিউজার্সির সদস্য রতন সরকারের পিতা আমাদের শুভাকাঙ্ক্ষী শ্রী রসময় সরকার পরলোক গমন করেছেন।