নিউজার্সি প্রতিবেদক:
সহপরিবারে ওমরাহ পালন করতে গেছেন নিউজার্সির পেটারসনের বিশিষ্ট বাবসায়ী হোসাইন পাঠান বাচ্চু সোমবারে সৌদি আরবের মক্কায় উদ্দ্যেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
জানা যায়,হোসাইন পাঠান বাচ্চু যুক্তরাষ্ট্রের নিউজার্সির পেটারসনের একজন বিশিষ্ট বাবসায়ী, সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব।হোসাইন পাঠান বাচ্চু জানান,পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে মক্কা মদিনা যাচ্ছি।নিরাপদে ফিরে আসতে সকলের কাছে দোয়া চাই। কবিডের কারণে ও সময় সল্পতার জন্য অনেকের সাথে দেখা করতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করেন।