বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের মেজবানের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে অনেক আগেই। তাই তো পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় নিয়মিতই এই মেজবান আয়োজন করা হয়ে থাকে। চট্টগ্রাম ফাউন্ডেশন এর উদ্যোগে নিউজার্সির প্যাটারসনে অনুষ্ঠিত হলো চাটগাঁইয়া মেজবান। বিশাল আয়োজনে গ্রান্ড স্পনসর ছিলো ওয়াল্ড ক্লাস গ্রুপ।
চট্টগ্রাম ফাউন্ডেশন এর সভাপতি ববি চৌধুরীর পৃষ্টপোশকতার অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমি। জনপ্রিয় শিল্পী সায়েরা রেজা , রাজীব , জলি দাস, নাদিরা উপস্থিত ছিলেন।
এদিকে জনপ্রিয় গায়ক রবি চৌধুরী একে একে জনপ্রিয় সব গান পরিবেশন করেন এসময় উপস্থিত দর্শক রা নেচে গেয়ে শিল্পীর সাথে আনন্দে মেতে উঠে। জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি কে একনজর দেখার জন্য প্রচন্ড ভীড় থেকাতে আয়োজকদের হিমসিম খেতে হয়। অনুষ্ঠানে মৌসুমি ও রবি চৌধুরী জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন দর্শক রা দারুণ ভাবে উপভোগ করেন।
অপর দিকে জন এফ কেনেডি স্কুলের ক্যাফেথেরিয়া হাজার হাজার মানুষের মেজ্জান খাবার পরিবেশনে আয়োজকরর একটু হিমসিম খেতে হয়। উপস্থিত সবাই খাবারের প্রশংসা করেন।
জানা যায়,মেজ্জানের খাবার তালিকায় ছিল বিফ কারী সাদা ভাত, ডাল গোস্ত। মেজ্জানর পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের জন্য কাপড় জুয়েলারি কেনাকাটার স্টল ছিল। মেজবান উপলক্ষে চট্টগ্রাম ফাউন্ডেশন এবার বাংলাদেশ কনস্যুলের সার্ভিস প্রদান করে। কয়েক হাজার বাংলাদেশি কনস্যুলার সার্ভিস গ্রহন করে ।
এদিকে চট্টগ্রাম ফাউন্ডেশন এর মেজবান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নাজমুল হুদা । তিনি চট্টগ্রাম ফাউন্ডেশন এর মেজবান আয়োজনের ভুয়সী প্রশংসা করেন।
চট্টগ্রাম ফাউন্ডেশন এর উপদেষ্টা ড ফারুক আজম এর উপস্থাপনায় অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফাউন্ডেশন এর উপদেষ্টা ও কোডাক্ট ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড আবদুল আজিজ। প্রফেসর গোলাম মাতববর , ডা ইয়েলম্যান ডা ইস্কান্দার হায়াত সহ বিভিন্ন পেশাদার ব্যাক্তিত্ব যারা চট্টগ্রামের গর্বিত সন্তান
মঞ্চে প্রসপেক্ট পার্কের কাউন্সিল ম্যান আনন্দ শাহ উপস্থাপনায় বক্তব্য রাখেন প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়েঘ। প্রসপেক্ট পার্কের মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ। তারা চট্টগ্রাম ফাউন্ডেশন এর মেজবানের খাবারের ভুয়সী প্রশংসা করেন এবং হাজার হাজার বাংলাদেশীর উপস্থিতি দেখে বিস্মিত হোন। আন্দ্রে সায়েঘ চট্টগ্রাম ফাউন্ডেশন এর সকল কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করার প্রত্যয় ব্যাক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভার্জিনিয়া ম্যারিল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী দম্পতি কবির পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী। উপস্থিত ছিলেন কানেকটিকাট এর বিশিষ্ট ব্যবসায়ী বাক এর সভাপতি নুরুল হক নুরু আটলান্টার ব্যবসায়ী ও সংগঠক আরেফিন বাবুল, নিউইয়র্কের কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ইমিগ্রেশন কনসালটেন্ট নাসরিন আহমেদ।স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নিউজার্সি স্টেট নর্থ এর সভাপতি সৈয়দ জুবায়ের আলী ও সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু , বোর্ড অব কমিশনার রশিদ দিদার, কমিশনার মোসলেহ উদ্দিন , জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সির সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী পারেক, সাবেক কাউন্সিল ম্যান পদপ্রার্থী আহায়া খান , সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম আহমেদ, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট মোশাররফ হোসেন কমিউনিটি এ্যাকটিভিষ্ট জিসান আহমেদ , হানিফ মাহমুদ , ফরিদ পাঠান, বিএনপি নিউজার্সি সাউর্থ এর সভাপতি সৈয়দ কাউসার শাহীন ছাড়াও বিভিন্ন বয়োজ্যেষ্ঠ মুরুব্বি গন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিল ম্যান এর্টলাজ ফরিদ উদ্দিন, তিনি চট্টগ্রাম ফাউন্ডেশন এর মেজবান আয়োজনে সাংগঠনিক ভাবে সহযোগিতা করেন। যিনি সবসময় চট্টগ্রাম ফাউন্ডেশন এর সকল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা বলেন।
চট্টগ্রাম ফাউন্ডেশন এর সভাপতি ববি চৌধুরী মেজবান আয়োজনে জড়িত সকল কর্মকর্তা ও সদস্যদের মঞ্চে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন এত বড় আয়োজনে সকলের সহযোগিতা ছাড়া সম্ভব হতোনা। তিনি একে একে মেজবান উদযাপন কমিটির আহবায়ক হেলাল মাহমুদ , চট্টগ্রাম ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আব্দুল করিম দফতর সম্পাদক আবু চৌধুরী অর্থ সম্পাদক আশীষ চৌধুরী , মেজবান উদযাপন কমিটির সদস্য সচিব ইদ্রিস মিয়া , ইমরান হাবিব, চট্টগ্রাম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য হারুন চৌধুরী ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা ফোবানার সাবেক চেয়ারম্যান মীর চৌধুরী তিনি বলেন স্মরনকাল এত বড় মেজবান আয়োজনের শুকরিয়া আদায় করে বলেন আমরা গত একটি সপ্তাহ সবাই দিনরাত অতিথিদের দাওয়াত আয়োজনের তদারকির সর্বোচ্চ চেষ্টা করেছি। তিনি সামনের দিনগুলোতে চট্টগ্রাম ফাউন্ডেশন এর পাশে থাকার অনুরোধ করেন। ববি চৌধুরী তার সহধর্মিণী হাসিনা আনোয়ার চৌধুরী , মহিলা সম্পাদিকা ফারাহ হাসিন সহ সংগঠনের সকল সদস্য কে পরিচয় করিয়ে দেন। সর্বশেষে বাংলাদেশে বন্যার্তদের সহায়তার জন্য ফান্ড সংগ্রহ করেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে সফলভাবে মেজবান সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা হারুন চৌধুরী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।