আমেরিকায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র নাথ সিনহার একটি তিনতলা বাড়ির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। এ সংক্রান্ত নথিপত্রও পাওয়া গেছে। ফলে এস কে সিনহার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিতে শুরু করেছে দুদক।
গুগল ম্যাপ বলছে, নিউ জার্সির প্যাটারসন এলাকায় তিন তলা ওই বাড়িটির মোট আয়তন চার হাজার বর্গফুট। বাড়িটিতে মোট ৯টি বেড়রুম রয়েছে। একটি ব্রোকার হাউসের ওয়েবপেজে বলা হয়েছে বাড়িতে ২০১৯ সালের ২১ জুন সাড়ে তিন লাখ ডলারে বিক্রি হয়েছে।
সাবেক বিচারপতি সিনহার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান চলার এক পর্যায়ে দুদক কর্মকর্তা আনোয়ার প্রধান আমেরিকা, কানাডা, দুবাই, সিঙ্গাপুরসহ একাধিক চিঠি লেখেন। এসব চিঠিতে সিনহার সম্পদের তথ্য চাওয়া হয়।