মঙ্গলবার, ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৫.৮°সে
সর্বশেষ:
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় নিহত ১১ জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু ঘূর্ণিঝড় মিগজাউম আরও অগ্রসর হয়েছে আমেরিকায় জন্ম নেয়া এক মুসলিম ডাক্তারের ৬১ বছর বয়সে সিটিজেনশিপ বাতিল আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান ও ফোবানা’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু গুরুতর অসুস্থ, দোয়া কামনা নিউজার্সীর আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’ নিউইয়র্কে ছুরি হামলায় দুই শিশুসহ নিহত ৪ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে দাগি সন্ত্রাসীদের আনাগোনা, কিশোর গ্যাংও সক্রিয় রাজশাহীতে ১৭ মনোনয়নপত্র বাতিল, সবাই স্বতন্ত্র

নিউইয়র্কবাসীর আয়ু বাড়ানোর উচ্চাভিলাষী প্রচারাভিযান শুরু

অনলাইন ডেস্ক:
২০৩০ সাল নাগাদ নিউইয়র্কবাসীর গড় আয়ু বৃদ্ধি করার এবং তাদের জীবনমান উন্নয়নের উচ্চাভিলাষী প্রচারাভিযান শুরু হয়েছে। ‘হেলদিএনওয়াইসি’ নামের এই পরিকল্পনাটি গত ১ নভেম্বর উন্মোচন করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এবং নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন (ডিওএইচএমএইচ) এর কমিশনার ডক্টর অশ্বিন ভাসান।
‘হেলদিএনওয়াইসি’ এর লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে নিউইয়র্কবাসীর গড় আয়ু ৮৩ বছর পর্যন্ত বৃদ্ধি করা, ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগ, ওষুধের ওভারডোজ, মাতৃমৃত্যুর হার, অকাল মৃত্যু এবং আরও অনেক কিছু কমানোর উপর দৃষ্টি নিবদ্ধ করা।
প্রচারাভিযানে দীর্ঘস্থায়ী ও খাদ্য-সম্পর্কিত রোগ, নিরাময়যোগ্য ক্যান্সার, অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন, আত্মহত্যা, মাতৃমৃত্যু, সহিংসতা এবং কোভিড-১৯ সহ অকাল মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলো মোকাবেলা করার জন্য উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সামগ্রিকভাবে, প্রচারণার লক্ষ্য বর্ণগত ও জাতিগত গোষ্ঠীগুলোর উপকারসহ ২০৩০ সালের মধ্যে নিউইয়র্কবাসীর গড় আয়ু ৮৩ বছর পর্যন্ত বাড়ানো।
মেয়র অ্যাডামস বলেন, ‘এখন হেলদিএনওয়াইসি চালু করার মাধ্যমে নিউইয়র্ক সিটিকে অতিরিক্ত জীবন দেওয়ার সময় এসেছে। আমাদের প্রচারাভিযানের লক্ষ্য নিউইয়র্কবাসীকে স্বাস্থ্যকর ও দীর্ঘ জীবনযাপনে সহায়তা করা। আমাদের প্রশাসন ২০৩০ সালের মধ্যে নিউইয়র্কবাসীর গড় আয়ু ৮৩ বছরের বেশি করার পরিকল্পনা করছে- যা মহামারি চলাকালে হারানো বছরগুলো পুনরুদ্ধার করার পাশাপাশি দীর্ঘস্থায়ী রোগ, সহিংসতা, মাতৃমৃত্যু, অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন এবং আরও অনেক কিছু মোকাবেলা করে আমাদের আগের উচ্চতাকেও ছাড়িয়ে যাচ্ছে। আমাদের জনস্বাস্থ্যের কাজগুলো মানুষের দীর্ঘ জীবন বাঁচাতে সাহায্য করার লক্ষ্যকে কেন্দ্র করে। আমরা একটি স্বাস্থ্যকর, আরও সমৃদ্ধ শহর গড়ে তুলব যেখানে সবাই উন্নতি করতে পারে।
স্বাস্থ্য ও মানব পরিষেবার ডেপুটি মেয়র অ্যান উইলিয়ামস-ইসম বলেন, ‘ হেলদিএনওয়াইসি হলো নিউইয়র্কবাসীর আয়ু বাড়াতে সাহায্য করার জন্য শহরের একক সংগঠিত প্রচেষ্টা। আমরা হারিয়ে যাওয়া বছর এবং হারিয়ে যাওয়া জীবনের অন্তর্নিহিত কারণগুলো মোকাবেলা করব, যার মধ্যে রয়েছে ওপিওড সংকটের বিরুদ্ধে লড়াই করা, মাতৃমৃত্যু এবং অসুস্থতা হ্রাস করা, খাদ্য-সম্পর্কিত দীর্ঘস্থায়ী রোগগুলোকে উপশম করা এবং প্রতিটি নিউইয়র্কবাসীকে তাদের স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করা। আমরা এসব করি কারণ স্বাস্থ্যই আমাদের আরও বেশি বাঁচতে এবং নিজের ও পরিবারের জন্য আরও বেশি ভালবাসতে দেয়।’
ডিওএইচএমএইচ কমিশনার ডা. ভাসান বলেন, হেলদিএনওয়াইসি হলো একটি গেম চেঞ্জার। কারণ কোভিড-১৯ এর সময় আমরা দেখেছি মানুষ আকস্মিকভাবেই অসুস্থ হয়েছে, আবার আকস্মিকভাবেই মরে গেছে। জীবনের বছর ও সুস্বাস্থ্য হারানো একটি ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ এবং সেগুলো ফিরিয়ে আনা নিউইয়র্ক সিটির জন্য একটি শীর্ষ অগ্রাধিকার।
এই ঘোষণাটি দীর্ঘতর, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আমাদের সম্মিলিত মিশনের স্থানাঙ্ক সেট করে এবং আমাদের সমাজ ও গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য সম্ভবত এর চেয়ে গুরুত্বপূর্ণ পরিমাপ আর নেই। আমরা নিউইয়র্ক সিটিতে যে পথ পাড়ি দিচ্ছি তা আমাদের দেশ ও জনগণের জন্য দিকনির্দেশনা সরবরাহ করবে।
হেলদিএনওয়াইসি পরিকল্পনার লক্ষ্য হলো কোভিড-১৯ মহামারি চলাকালীন ভাইরাস এবং অন্যান্য কারণে হারিয়ে যাওয়া জীবনের বছরগুলোকে মোকাবেলা করা এবং প্রাক-মহামারির আয়ুকে অতিক্রম করা। ২০১৯ এবং ২০২০ সালের মধ্যে মানুষের গড় আয়ু ৭৮ বছরে নেমে এসেছিল। সাম্প্রতিক ডেটা থেকে জানা যায়, নিউইয়র্ক সিটিতে আয়ু উন্নতি হতে শুরু করেছে, ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ২.৭ বছর ফিরে এসেছে। তবে আয়ু এখনো ২০১৯ সালের ডেটার পিছনে রয়েছে। এই প্রভাবগুলোও সমানভাবে অনুভূত হয়নি। কারণ ২০২১ সালে কৃষ্ণাঙ্গ নিউইয়র্কবাসীর গড় আয়ু ৭৬.১ বছরে নেমে আসে; অন্যদিকে ওই সময় শ্বেতাঙ্গ নিউইয়র্কবাসীর গড় আয়ু ছিল ৮১.৮ বছর।

সূত্র-ঠিকানা

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় নিহত ১১
ঘূর্ণিঝড় মিগজাউম আরও অগ্রসর হয়েছে
নিউইয়র্কে ছুরি হামলায় দুই শিশুসহ নিহত ৪
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে দাগি সন্ত্রাসীদের আনাগোনা, কিশোর গ্যাংও সক্রিয়

আরও খবর