বিশেষ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুর ৫টি আসনের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল মাঠে রয়েছেন। মনোনয়নপ্রত্যাশীদের নামের তালিকা নিচে তুলে ধরা হলো-
জামালপুর জেলার ৫টি আসনের সম্ভাব্য প্রার্থী : জামালপুর প্রতিনিধি মাহফুজুর রহমান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুরের পাঁচটি আসনে ৪৭ জন আগ্রহ প্রকাশ করেছেন। জামালপুর-১ আসনে (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা) মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন-আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (বর্তমান এমপি), নুর মোহাম্মদ, মোখলেসুর রহমান পান্না, ইসতিয়াক হোসেন দিদার, ব্যারিস্টার সামির সাত্তার; বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত (সাবেক এমপি), আবদুল কাইয়ুম, সাহিদা আক্তার রিতা, ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন; জাতীয় পার্টির আবু সাঈম; ইসলামী আন্দোলনের মাওলানা আবদুল মজিদ।
জামালপুর-২ আসনে (ইসলামপুর) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের ফরিদুল হক খান দুলাল (বর্তমান এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী), বেগম হুসনে আরা (সংরক্ষিত আসনের এমপি), মাহজাবিন খালেদ বেবি (সংরক্ষিত আসনের সাবেক এমপি), শাহজাহান আলী মন্ডল, এসএম শাহিনুজ্জামান শাহীন; সুলতান মাহমুদ বাবু (সাবেক এমপি), নবী নেওয়াজ খান লোহানী বিপুল, মনোয়ার হোসেন বিএসসি; জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ।
জামালপুর-৩ আসনে (মেলান্দহ ও মাদারগঞ্জ) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের মির্জা আজম (বর্তমান এমপি), বিএনপির মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির সামসুল আলম লিপটন, জামায়াতে ইসলামীর কবির আহমেদ হুমায়ূন।
জামালপুর-৪ আসনে (সরিষাবাড়ী) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের ডা. মুরাদ হাসান (বর্তমান এমপি), ছানোয়ার হোসেন বাদশা, প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, অধ্যক্ষ আবদুর রশিদ, এনামুল হক খান, অধ্যক্ষ লুৎফর রহমান, আনিছুর রহমান এলিন; বিএনপির ফরিদুল কবীর তালুকদার শামীম; জাতীয় পার্টির বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ জোয়ার্দার (সাবেক এমপি); বিএনএফের মোস্তফা বাবুল (সাংবাদিক)।
জামালপুর-৫ আসনে (জামালপুর সদর) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন (বর্তমান এমপি), অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ (জেলা পরিষদ চেয়ারম্যান), বিজন কুমার চন্দ, মারুফা আক্তার পপি, রেজাউল করিম রেজনু, অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার, মুহাম্মদ সালেহীন রেজা, ফারুক আহাম্মেদ চৌধুরী; বিএনপির অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক (সাবেক এমপি), নিলোফার চৌধুরী মণি ((সাবেক এমপি); জাতীয় পার্টির জাকির হোসেন খান।